বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনায় অনুষ্ঠিত হলো এক বিশাল গণ-দোয়া ও বিশেষ মোনাজাত।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১ টায় শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে কয়েক হাজার মানুষ অংশ নেন।
বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপির উদ্যোগে গণ দোয়া ও মোনাজাতের পূর্বে বক্তব্য রাখেন খুলনা -২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেসিসি'র সাবেক মেয়র ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

