বিদ্বেষপূর্ণ রাজনীতি ফ্যাসিবাদ পুনরাবৃত্তির সুযোগ সৃষ্টি করে: মামুনুল হক

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২১: ৩০

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে বড় দুই রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থান উদ্বেগজনক। আমরা চাই, জুলাই-আগস্টের আন্দোলনের সব শক্তির মধ্যে ঐক্য বিনষ্ট না হোক।

বৃহস্পতিবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে খেলাফত মজলিস যশোর জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে পারে, তবে তা যেন পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গারে পর্যবসিত না হয়। কারণ এ ধরনের বিদ্বেষপূর্ণ রাজনীতি ফ্যাসিবাদের পুনরাবির্ভাবের সুযোগ সৃষ্টি করে।

মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা আংশিক পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চাই। বর্তমান ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না। তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে এবং পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন। তবে এ নিয়ে আরো বিশদ আলোচনা হতে পারে।’

মামুনুল হক বলেন, ১৫ বছর ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে যারা সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস অন্যতম।

সংগঠনটির একটি গৌরবজনক ইতিহাস রয়েছে। বাবরি মসজিদ ভাঙচুরের প্রতিবাদে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হকের নেতৃত্বে লংমার্চ হয়েছিল। ভারতের পানি আগ্রাসন, কোরআন অবমাননাসহ প্রতিটি অপকর্মের বিরুদ্ধে সংগঠনটি রাজপথে সংগ্রাম করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থার সংস্কার ছাড়া যদি আবার নির্বাচন হয়, তবে তাতে নতুন করে ফ্যাসিবাদ জন্ম নেবে।

তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলেও এখনো ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশিত হয়নি, যার দায় বর্তমান সরকারের। তিনি এই জুলাইয়ের মধ্যেই কাঙ্ক্ষিত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।

তিনি ঘোষণা দেন, দেশবিরোধী বা ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও খেলাফত মজলিস কঠোর আন্দোলনের ডাক দেবে।

যশোর জেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আতাউল্লা আমিন, সাংগঠনিক সম্পাদক নিয়ামতউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলামসহ খুলনা বিভাগের ১০ জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা।

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সেনা কর্মকর্তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল: আসামিপক্ষের আইনজীবী

দ্বিরাষ্ট্রীয় সমাধানে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এরদোয়ানের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত