আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কালীগঞ্জে ধসে পড়ছে রাস্তা, ১১ গ্রামের মানুষের দুর্ভোগ

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে ধসে পড়ছে রাস্তা, ১১ গ্রামের মানুষের দুর্ভোগ

ঝিনাইদহ কালীঞ্জের সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নে খালপাড় ঘেঁষে সড়ক পথ দিয়ে চলাচলের প্রধান রাস্তা। খালের ভাঙনের সঙ্গে সঙ্গে রাস্তা ভেঙে পড়েছে, ফলে চলাচল বন্ধ হয়ে গেছে। কয়েক গ্রামের জনসাধারণ ও কোনো যানবাহন চলাচল করতে পারছে না। মাঝে মধ্যে চলাচল করতে গিয়ে পথচারীরা খালের মধ্যে পড়ে আহত হচ্ছেন। তবে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি রক্ষা করে পাকাকরণ ও ভাঙন রোধে ব্যবস্থার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। এমন চিত্র কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আলুকদিয়া গ্রামে। দীর্ঘ চার বছর ধরে রাস্তাটির বিভিন্ন অংশ ভেঙে মিশে গেছে খালের সঙ্গে। ফলে রাস্তা সংকুচিত হয়ে গেছে। খাল ঘেঁষা কাঁচা রাস্তাটির অবস্থা একেবারেই যানবাহন চলাচলের অনুপযোগী। তবে মাঠের কোনো ফসল এই রাস্তা দিয়ে গাড়িতে আনা নেওয়া । সেই সঙ্গে বাজারে কোনো পণ্য পরিবহন সম্ভব না হওয়ায় এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।

কালীগঞ্জে খালেরগর্ভে বিলীন হতে চলেছে একটি গ্রামীণ সড়ক। এলাকার জনসাধারণের প্রায় সাত কিলোমিটার ঘুরে চলাফেরা করতে হচ্ছে কয়েক গ্রামের বাসিন্দাদের। প্রায় চার বছর ধরে সড়কটি অল্প অল্প করে ভেঙে যাচ্ছে । এরপর থেকে বিপাকে পড়েছে কয়েক গ্রামের মানুষ। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য স্থানীয়রা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের শরণাপন্ন হন।

বিজ্ঞাপন

তিনি দ্রুত সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছেন। কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের আলায়পুর বটতলা থেকে গ্রামের ভেতর দিয়ে চিত্রা নদীর ব্রিজ পার হয়ে চাচড়া হাজির মোড় অভিমুখে গিয়ে উঠেছে ইটের তৈরি একটি সলিং রাস্তা। রাস্তাটি বর্তমানে বেহাল অবস্থায় আছে। যে কারণে এ সড়ক দিয়ে মানুষ ও যানবাহন চলাচল অনেকাংশে কমেছে। ইউনিয়নের কমলাপুর, কাদিরকোল, সিংদহ, আলাইপুর, কালুখালি, চাচড়াসহ অন্তত ১১ গ্রামের মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারছেন না। তাদেরকে অন্য সড়ক দিয়ে প্রায় সাত কিলোমিটার ঘুরে চলাচল করতে হচ্ছে। এ দুর্ভোগ থেকে গ্রামের মানুষ দ্রুত সড়কটি সংস্কার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আলাইপুর আলোকদিয়া পাড়ার বাসিন্দা সরোয়ার মন্ডল এবং লিটন হোসেন বলেন, কয়েক বছর ধরে অল্প অল্প করে সড়কটি ভাঙতে ভাঙতে এই অবস্থায় দাঁড়িয়েছে। বাঁশতলায় ছোট ব্রিজের মুখে সড়কটি একেবারে ভেঙে পড়েছে। ব্রিজের কাছে সড়কটির বেশ কিছু অংশ খালের মধ্যে ভেঙে পড়ায় আমাদেরকে সার্বক্ষণিক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কারণে আমরা গ্রামবাসীরা কয়েকদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে গিয়েছিলাম রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম বলেন, সড়কটি ভেঙে যাতায়াতে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালের পাশে সড়কটির উচ্চতা বেশি। যে কারণে সড়কটি স্থায়িত্ব হয় না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন