আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তাজ গ্রেপ্তার

খুলনা ব্যুরো

খুলনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তাজ গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের খুলনা জেলা শাখার সাবেক সহ-সভাপতি তসলিম হুসাইন তাজকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাজ হাসিনা সরকারের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহানগরীর ফরাজিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। প্রয়োজনে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হতে পারে বলেও ডিবি সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, নাশকতা পরিকল্পনা ও সরকারবিরোধী কার্যক্রমে দীর্ঘদিন ধরে তাজ সক্রিয় রয়েছেন। এছাড়াও নাশকতা কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, তসলিম হুসাইন তাজ বর্তমান সরকারবিরোধী কর্মকান্ডে জড়িত এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রে খুলনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন