কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কমিটি বিলুপ্ত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ১২ জুন ২০২৫, ১৮: ১৬

ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এরই পাশাপাশি বহিষ্কার করা হয়েছে দুই নেতাকেও।

বিজ্ঞাপন

তারা হলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাক্তার নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য আশরাফ হোসেন মহুরি।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, বৃহস্পতিবার তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নিয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটি নিয়ে ভাবছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এখন এমন কোন চিন্তা নেই আমাদের। প্রসঙ্গত, গত ১ জুন রোববার সকালে কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের নেতাকমীরা উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান শ্মশানঘাট এলাকায় ইউনুছ আলী (৬২) ও মহব্বত আলী (৫৮) নামে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করা হয়। এক নম্বর আসামি করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাক্তার নুরুল ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত