বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী কণ্ঠশিল্পী মনির খানের গণসংযোগ

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২: ৪৯

ঝিনাইদহ-৩ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী কণ্ঠশিল্পী মনির খান গতকাল রোববার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে গণসংযোগ করেছেন। এসময় তিনি ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম ফারুক খানের স্ত্রীর কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তিনি ফতেপুর ইউনিয়ন বিএনপি অফিসে গোলাম ফারুক খানের সঙ্গে সময় কাটান এবং তাকে সান্ত্বনা দেন।

মনির খান পুরন্দপুর ভাটামতলা বাজারে এক পথসভায় প্রধান অতিথিন বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

পথসভায় সভাপতিত্ব করেন মুসা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন- সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন ও সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবির হোসেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত