কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২: ১৩

ঝিনাইদহ কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়ে মারা যান তিনি।

বিজ্ঞাপন

মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী বেশ কিছু দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তার চলাফেরা এলোমেলো ছিল। পাবনা মানসিক হাসপাতালে বেশ কিছু দিন চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি বাড়িতে আসেন। শুক্রবার সকালে একটি মালবাহী ট্রেনের কিছু বগি কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে পাথর লোড-আনলোড করার জন্য চার নম্বর লাইনে নিতে সানটিংয়ের কাজ করছিল। এ সময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যায়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস জানান, সকালে স্টেশন ইয়ার্ডে মালবাহী ট্রেনের কয়েকটি বগি ৪ নম্বর লাইনে নেয়ার কাজ চলছিল। এ সময় মেহেদী ট্রেনের নিচে পড়ে মারা যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত