আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। সোমবার বিকালে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

এসময় অবৈধ পলিথিন ও পরিবেশ নষ্টকারী ওয়ান টাইম প্লেট জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম জানান, কালীগঞ্জ শহরের তিনটি দোকানে অবৈধ পলিথিন বিক্রি হয়, এমন সংবাদে হাট চাঁদনীর কাছে মেসার্স মল্লিক ব্রাদার্স, মেসার্স মল্লিক স্টোর ও থানা সড়কের শেখ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এসময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রচুর অবৈধ পলিথিন, পরিবেশ নষ্টকারী ওয়ান টাইম প্লেট জব্দ করা হয়। সরকার নিষিদ্ধ এসব মালামাল রাখার অপরাধে মেসার্স মল্লিক ব্রাদার্স ও মেসার্স মল্লিক স্টোরকে ৩ হাজার করে এবং শেখ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতর ঝিনাইদহের ইন্সপেক্টর আশরাফুল আলী জানান, ওয়ান টাইম প্লেট ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে অনেক এগুলো নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কালীগঞ্জ শহরের তিনটি প্রতিষ্ঠানে বিপুল পরিমাণে পাওয়া গেছে। ফলে ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হয়েছে। অভিযানকালে কালীগঞ্জ থানার কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন