
স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন মহিলা দল নেত্রী রাশিদা রহমান (৭০)। তিনি জেলা মহিলা দলের সভাপতি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, নানা সময়ে অপমান-অপদস্ত করা, ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় এ অভিযোগ করেন রাশেদা।
রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন তিনি। রাশিদা যশোরের শাহ আব্দুল করিম রোডের আর দেলোয়ার হোসেন খোকন ধর্মতলা মোড়ের বাসিন্দা।
আদালতে দেওয়া অভিযোগে রাশিদা উল্লেখ করেন, দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবেই হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে তাকে অপমান-অপদস্থ করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। একটি অঙ্গসংগঠনের সভাপতি হওয়ায় তিনি সব অপমান মুখ বুঝে সহ্য করে আসছেন। গত ৮ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় সভা ছিল। বেলা সাড়ে ১২টায় সভা শুরুর আগে উপস্থিতদের মধ্যে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল।
সেখানে যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসহক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কথা-বার্তার একপর্যায়ে দেলোয়ার হোসেন খোকন তাকে মারতে তেড়ে আসেন এবং বলেন, ‘বেয়াদব, নষ্ট মহিলা, মেরে তোর আর তোর ছেলের পা...র চামড়া তুলে নেব। ৪৮ ঘণ্টার মধ্যে তোর আর তোর ছেলেকে পুলিশ দিয়ে তুলে আনবো।’
পিটিশনে বলা হয়, তখন উপস্থিত লোকজনের হস্তক্ষেপে দেলোয়ার হোসেন খোকন নিবৃত হন। তবে হুমকি দিয়ে বলেন, ‘এ বিষয়ে কোনো মামলা করলে তোকে খুন করে ফেলবো।’
রাশিদার ভাষ্য, লোকজনের সামনে এই ঘটনায় ভীষণ লজ্জিত ও অপমানিত হন। এর একটা বিহিত করতে ঘটনাস্থল থেকে ফিরে তিনি কোতোয়ালি থানায় যান মামলা করতে। কিন্তু থানা পুলিশ মামলা না নিয়ে আদালতের দ্বারস্থ হতে পরামর্শ দেয়। সেই মোতাবেক তিনি রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি পিটিশন দাখিল করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনুকুমার মণ্ডল নালিশি অভিযোগটি আমলে নেন এবং তদন্ত করে আগামী বছরের ৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেন।
এই বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি সেক্রেটারি দেলোয়ার হোসেন খোকন বলেন, আমি তাকে (রাশিদা রহমান) বকাবকি করেছি, এটা সত্য। তার ছেলেরা যা করে বেড়ায়, তা তো সবাই জানে। দলের স্বার্থে সেক্রেটারি হিসেবে কাউকে বকাবকি করলে মামলা হয়, এটা তো কোনোদিন শুনিনি। যাই হোক, তিনি সংক্ষুব্ধ হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন। এখন আমার আর বলার কিছুই নেই।

যশোরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন মহিলা দল নেত্রী রাশিদা রহমান (৭০)। তিনি জেলা মহিলা দলের সভাপতি। রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, নানা সময়ে অপমান-অপদস্ত করা, ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় এ অভিযোগ করেন রাশেদা।
রোববার যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন তিনি। রাশিদা যশোরের শাহ আব্দুল করিম রোডের আর দেলোয়ার হোসেন খোকন ধর্মতলা মোড়ের বাসিন্দা।
আদালতে দেওয়া অভিযোগে রাশিদা উল্লেখ করেন, দেলোয়ার হোসেন খোকন রাজনৈতিকভাবেই হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময়ে তাকে অপমান-অপদস্থ করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। একটি অঙ্গসংগঠনের সভাপতি হওয়ায় তিনি সব অপমান মুখ বুঝে সহ্য করে আসছেন। গত ৮ নভেম্বর যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি ভবনের দ্বিতীয় তলায় সভা ছিল। বেলা সাড়ে ১২টায় সভা শুরুর আগে উপস্থিতদের মধ্যে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল।
সেখানে যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা গোলাম রেজা দুলু, পৌরসভার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসহক, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কথা-বার্তার একপর্যায়ে দেলোয়ার হোসেন খোকন তাকে মারতে তেড়ে আসেন এবং বলেন, ‘বেয়াদব, নষ্ট মহিলা, মেরে তোর আর তোর ছেলের পা...র চামড়া তুলে নেব। ৪৮ ঘণ্টার মধ্যে তোর আর তোর ছেলেকে পুলিশ দিয়ে তুলে আনবো।’
পিটিশনে বলা হয়, তখন উপস্থিত লোকজনের হস্তক্ষেপে দেলোয়ার হোসেন খোকন নিবৃত হন। তবে হুমকি দিয়ে বলেন, ‘এ বিষয়ে কোনো মামলা করলে তোকে খুন করে ফেলবো।’
রাশিদার ভাষ্য, লোকজনের সামনে এই ঘটনায় ভীষণ লজ্জিত ও অপমানিত হন। এর একটা বিহিত করতে ঘটনাস্থল থেকে ফিরে তিনি কোতোয়ালি থানায় যান মামলা করতে। কিন্তু থানা পুলিশ মামলা না নিয়ে আদালতের দ্বারস্থ হতে পরামর্শ দেয়। সেই মোতাবেক তিনি রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি পিটিশন দাখিল করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনুকুমার মণ্ডল নালিশি অভিযোগটি আমলে নেন এবং তদন্ত করে আগামী বছরের ৭ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য ডিবি পুলিশের ওসিকে নির্দেশ দেন।
এই বিষয়ে যোগাযোগ করা হলে বিএনপি সেক্রেটারি দেলোয়ার হোসেন খোকন বলেন, আমি তাকে (রাশিদা রহমান) বকাবকি করেছি, এটা সত্য। তার ছেলেরা যা করে বেড়ায়, তা তো সবাই জানে। দলের স্বার্থে সেক্রেটারি হিসেবে কাউকে বকাবকি করলে মামলা হয়, এটা তো কোনোদিন শুনিনি। যাই হোক, তিনি সংক্ষুব্ধ হয়ে আদালতের আশ্রয় নিয়েছেন। এখন আমার আর বলার কিছুই নেই।

মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বাসটি প্রত্যেকদিন শিবালয় উথলী, টেপরা ফলসাটিয়া, বরংগাইল, মহাদেবপুরসহ নানাবিধ এলাকা থেকে শিক্ষার্থীদের তুলে গিলোন্ডো স্কুলে আনা-নেয়া করে এবং ছাত্রছাত্রীদের নিয়ে নিজ নিজ এলাকায় নামিয়ে দিয়ে সারমানু পেট্রোল পাম্পে পার্কিং করে রাখে। ঘটনার দিন একইভাবে স্কুলবাস
৭ মিনিট আগে
দৈনিক যুগান্তর পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি মিজানুর রহমানের কাছে রহস্যজনক সমন পাঠিয়েছে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন।অতিরিক্ত পুলিশ সুপার নোটিশে তথ্য প্রমাণাদিসহ নিজ দপ্তরে হাজির হবার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক ১০ নভেম্বর সকাল ১১টায় হাজির হতে হবে। কিন্তু কোন অভিযোগের সাক্ষ্
২৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য সুদৃঢ় করতে বিএনপি আবারও শৃঙ্খলা ভঙ্গকারী বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিচ্ছে। এরই অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ৪০ জন নেতাকর্মীকে পুনর্বহাল করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের ২০২৩ সালের নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নেয়ায় যে-সব নেতা বহিষ্কৃত হয়েছি
৪০ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্র মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা।
৪০ মিনিট আগে