আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৭ বাংলাদেশি আটক

উপজেলা প্রতিনিধি, বেনাপোল (যশোর)
অবৈধভাবে ভারতে প্রবেশকালে ৭ বাংলাদেশি আটক

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার কায়বা সীমান্তের পূর্ব রুদ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন— হৃদয় গাইন (২৩), সুজিত মন্ডল (৩৪), কুমারজিন্দ্র গাইন (৫০), পাঞ্চু মন্ডল (৩৬), পুতুল (২০), তৃষ্ণা অনুকারী (১৭) ও ছবিরন বেগম (৪৫)। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ভারতীয় রুপি ও ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকরা নড়াইল ও বরিশাল জেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় পূর্ব রুদ্রপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার জানান, “সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার দায়ে আটক সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।”

স্থানীয়রা জানান, দালালচক্রের মাধ্যমে প্রায়ই বাংলাদেশি নারী-পুরুষ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ ধরনের কার্যক্রম রোধে বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন