অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

উপজেলা প্রতিনিধি, অভয়নগর (যশোর)
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৫: ১৫

যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি পাইপ গানসহ ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপ গান ও গুলি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩ টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তুপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশি তৈরি পাইপগান ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপ গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। জড়িত সন্দেহে কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত