ডিভোর্স দেওয়া স্ত্রীকে নির্মমভাবে হত্যা

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৫: ৫৭
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৬: ১৪

মোংলার চিলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে রঞ্জিলা বেগম (৩৩) নামের এক নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত রঞ্জিলা বেগম স্থানীয় মো. ইদ্রিস আলী শেখের বড় মেয়ে। অভিযুক্ত ঘাতক স্বামী মো. গোলাম মাওলা দুলাল (৩৮) একই এলাকার মৃত জাফর শেখের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে রঞ্জিলা তার স্বামীকে ডিভোর্স দেন। এরপর থেকেই দুলাল ক্ষিপ্ত হয়ে নিয়মিত হুমকি দিতে শুরু করে। এ বিষয়ে রঞ্জিলা মোংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছিলেন।

অভিযোগ রয়েছে, সেই জিডির জের ধরেই মঙ্গলবার সকালে দুলাল তার শ্বশুরবাড়িতে ঢুকে রঞ্জিলা বেগমের মাথায় আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার সকালে তার মৃত্যু হয়।

এলাকাবাসীর সহায়তায় ঘাতক দুলালকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের শরীরের মাথা ও বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “ঘাতক দুলালকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত