বিএনপি-জামায়াত এক মঞ্চে, জনমনে খুশির আমেজ

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৮: ৩৭

বিএনপি ও জামায়াতের মনোনয়ন প্রত্যাশী নেতাদের এক মঞ্চে দেখে স্থানীয় জনসাধারণের মনে খুশির আমেজ বইছে। স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বলে মনে করছেন এলাকাবাসী।

বুধবার বিকেলে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় সাবেক সংসদ সদস্য এম শহীদুজ্জামান বেল্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তারা একই মঞ্চে আসেন।

বিজ্ঞাপন

বুধবার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এম শহীদুজ্জামান বেল্টুর প্রথম মৃত্যুবার্ষিকীতে তারা একই মঞ্চে আসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ আসন থেকে চার চার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিণী ও ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা জামায়াতে নায়েবে আমির দলটির মনোনীত প্রার্থী আবু তালেব। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির তিন গ্রুপের প্রথম সারির সকল নেতারা।

দীর্ঘদিন ধরে বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ, হামিদুল ইসলাম হামিদ ও মুর্শিদা জামান বেল্টুর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে দলীয় কর্মসূচি পালন করে আসছে। র্দীর্ঘ সময় দলের মধ্যে বিভক্তি থাকলেও বুধবারের কর্মসূচিতে এক মঞ্চে সব নেতারা উপস্থিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে খুশির আমেজ দেখা গেছে। গত ২৭ অক্টোবর বিএনপির হাইকমান্ড খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যশীদের সাথে কথা বলেন। সেখান থেকে সবাইকে একসাথে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সব নেতারা এক মঞ্চে উপস্থিত থাকা তারই প্রতিফলন মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত