চুয়াডাঙ্গায় গতকাল সারাদিন দেখা মেলেনি সূর্যের। এতে শীতের তীব্রতা বেড়েছে দ্বিগুণ। গত দুদিনে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার জেলার তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজ সোমবার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এর তিন ঘণ্টা পর সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে আমার দেশকে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
চলমান শীত মৌসুমে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন নিজে উপস্থিত থেকে শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, শীতার্ত মানুষের সহায়তায় সরকার সবসময় আন্তরিক। শীত মৌসুমে কেউ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। আগামীতেও শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

