
জেলা প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মুখোপাধ্যায় নামের ঐ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য মতে , রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে আনা হয়।
কচুয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, আসামী ইচ্ছাকৃত ভাবে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রেণি সমূহের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি এবং ইসলাম ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে মহানবী (সাঃ) কে ফেসবুক পেইজে ইলেকট্রনিক ডিভাইজের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক কমেন্ট করিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করায়। বাগেরহাট জেলার কচুয়া থানার মামলা নম্বর- ০২, জিআর নং- ৯০/২৫, তারিখ- ১৬/১১/২৫ খ্রি.। ধারা- ১৫৩-এ, ২৯৫-এ পেনাল কোড, ১৮৬০। মামলার গ্রেফতারকৃত আসামী উজ্জল মুখোপাধ্যায় (২৪), পিতা- বিষ্ণুপদ মুখোপাধ্যায়, গ্রাম-ছোট আন্ধারমানিক, ৭ নম্বর ওয়ার্ড, ৩নং মঘিয়া ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা-বাগেরহাট। তাকে কচুয়া থানা পুলিশ ১৭ নভেম্বর গ্রেফতার পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটের কচুয়ায় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তার নিজ এলাকার বিভিন্ন জায়গায় তাকে গ্রেফতার এবং পরবর্তীতে তার ফাঁসির দাবিতে কয়েক দফা মিছিল করে স্থানীয়রা। পরবর্তীতে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর পরই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তবে অভিযুক্ত যুবক পরবর্তীতে তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা চান এবং এটি কিভাবে হলো তিনি তা জানেন না বলে উল্লেখ করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শামীম আহমেদ বলেন, আমরা গতকাল একটি অভিযোগ পাই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করেছেন। বর্তমানে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের ছোটআন্ধারমানিক গ্রামে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ার অভিযোগে উজ্জ্বল মুখোপাধ্যায় নামের ঐ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের তথ্য মতে , রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে আনা হয়।
কচুয়া থানার অভিযোগ সূত্রে জানা যায়, আসামী ইচ্ছাকৃত ভাবে জ্ঞাতসারে ধর্মীয় অনুভূতিতে আঘাত, শ্রেণি সমূহের মধ্যে শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি এবং ইসলাম ধর্মের প্রতি অবমাননা প্রদর্শনের উদ্দেশ্যে মহানবী (সাঃ) কে ফেসবুক পেইজে ইলেকট্রনিক ডিভাইজের দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক কমেন্ট করিয়া ধর্মীয় অনুভূতিতে আঘাত করিয়া সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করায়। বাগেরহাট জেলার কচুয়া থানার মামলা নম্বর- ০২, জিআর নং- ৯০/২৫, তারিখ- ১৬/১১/২৫ খ্রি.। ধারা- ১৫৩-এ, ২৯৫-এ পেনাল কোড, ১৮৬০। মামলার গ্রেফতারকৃত আসামী উজ্জল মুখোপাধ্যায় (২৪), পিতা- বিষ্ণুপদ মুখোপাধ্যায়, গ্রাম-ছোট আন্ধারমানিক, ৭ নম্বর ওয়ার্ড, ৩নং মঘিয়া ইউনিয়ন, থানা- কচুয়া, জেলা-বাগেরহাট। তাকে কচুয়া থানা পুলিশ ১৭ নভেম্বর গ্রেফতার পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাগেরহাটের কচুয়ায় হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফেসবুকে কটূক্তির প্রতিবাদে বেশ কিছুদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। তার নিজ এলাকার বিভিন্ন জায়গায় তাকে গ্রেফতার এবং পরবর্তীতে তার ফাঁসির দাবিতে কয়েক দফা মিছিল করে স্থানীয়রা। পরবর্তীতে তার বাড়িতে বিক্ষুব্ধ জনতা আগুন দেওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর পরই অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। বর্তমানে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
তবে অভিযুক্ত যুবক পরবর্তীতে তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষমা চান এবং এটি কিভাবে হলো তিনি তা জানেন না বলে উল্লেখ করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শামীম আহমেদ বলেন, আমরা গতকাল একটি অভিযোগ পাই অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হই। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক তার দোষ স্বীকার করেছেন। বর্তমানে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে পনেরোটি গরুবোঝাই ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ ডাকাত চক্র। রোববার রাতে এ ঘটনায় অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে মামলা করেছে গরু ব্যবসায়ী চট্টগ্রামের লোহাগড়ার মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ। সোমবার রাতে তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত মো. গুলজার আলম।
৭ মিনিট আগে
মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হওয়ার পরপরই খবরটি টংগিবাড়ীতে দ্রুত ছড়িয়ে পড়ে, আর মুহূর্তেই খবরটি ছাত্রজনতা ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস তৈরি করে।
৯ মিনিট আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী লেডি ফেরাউন হাসিনা বাংলার ঘরে ঘরে হাজার হাজার মায়ের বুক খালি করে লাশের মিছিল করেছে।
২৯ মিনিট আগে
মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আদালতের ফাঁসির আদেশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সম্মিলিত আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।
৩৩ মিনিট আগে