
খুলনা ব্যুরো

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। এনিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। আদালতের উত্তপ্ত প্রাঙ্গণ থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থীরা খুলনা প্রেসক্লাবে এসে প্রেস কনফারেন্স করেছেন।
রোববার নির্বাচন স্থগিত ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে আগামীকাল সোমবারের মধ্যে ঘোষিত তফসিলে নির্বাচন অনুষ্ঠিত না হলে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হবে বলে আলটিমেটাম দিয়েছেন তারা।
বিকেল পৌনে ৫টার দিকে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মো. আবুল খায়ের-অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় প্রেস কনফারেন্স করেন স্বতন্ত্র আইনজীবীদের প্যানেল অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু-অ্যাডভোকেট নিহিত কান্তি ঘোষ পরিষদের প্রার্থীরা।
উভয় পরিষদের অভিযোগ, ৫ আগস্টের পট পরিবর্তনের পরে সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পরিষদের সব সদস্য পালিয়ে যায়। ওই সময় সর্বসম্মতিতে বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চুকে আহবায়ক ও অ্যাডভোকেট নুরুল হাসান রুবাকে সদস্যসচিব করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন হয়। প্রতি বছরের ৩০ নভেম্বর সমিতির বার্ষিক নির্বাচন ও নতুন বছরের প্রথমদিন দায়িত্ব গ্রহণের প্রথা রয়েছে। কিন্তু অ্যাডহক কমিটি নানা অজুহাতে ২০২৪ সালে নির্বাচন না দিয়ে সাধারণ সভায় তাদের মেয়াদ ২০১৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে নেয়। এ বছর নির্বাচনের লক্ষে কমিশন গঠন ও তফসিল ঘোষণা হয়। নমিনেশন পেপার বিক্রির নির্ধারিত দিন ৩০ অক্টোবর কোনো মনোনয়নপত্র তারা বিক্রি করেনি। বলা হয় ক্লারিক্যাল মিসটেকের জন্য ফরম বিতরণ করা যাচ্ছে না। রোববার পাওয়া যাবে। কিন্তু সকাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। এরই মধ্যে অ্যাডহক কমিটি দুপুর ২টায় সমিতি ভবনের ১ নং হলরুমে একটি জরুরি সাধারণ সভা দেখিয়ে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন ও তারাই সমিতির কার্যক্রম চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
প্রেস কনফারেন্সে ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম বলেন, নির্বাচনে বিএনপি তাদের ভরাডুবি আঁচ করতে পেরে দুরভিসন্ধিমূলক ভাবে ভোট বানচাল করেছে। আমরা সোমবার বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনকে সময় দিলাম। তারা ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।
স্বতন্ত্র প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আক্তার জাহান রুকু তীব্র ক্ষোভের সাথে বলেন, আওয়ামী লীগ নেতা সাইফুল নির্বাচন দিয়ে সেখানে কারচুপি করতো। ক্ষমতার দখল নিতো। কিন্তু আজ বিএনপি ভোট না দিয়েই ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। আগামী বছরের মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানোর অর্থ, এর আগে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এরপর তারা ভোট ছাড়াই বারের দখল নিয়ে আয়ের কোটি কোটি টাকা লোপাট করবে। তিনি সোমবার বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন, এরপর তারা নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করতে বাধ্য হবেন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু অ্যাডহক কমিটি সাধারণ সভার সিদ্ধান্তে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।
খুলনা জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা জানান, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর আমাদের লক্ষ্য ছিল। কিন্তু সমিতির সাধারণ সদস্যরা আশঙ্কা করছেন, ভোটের পরে পলাতক সাবেক সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর চার্জশিট ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। সম্ভাব্য প্রার্থীদের অনেকে ভোটে জেতার জন্য সাইফুলের সাথে যোগাযোগ করে তাকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছে। এ জন্য সাধারণ সদস্যরা তলবি সভা ডাকার জন্য চিঠি দেয়। সেই সভাতে সর্বসম্মতিতে নির্বাচন কিছুদিনের জন্য পেছানো হয়েছে।

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। এনিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। আদালতের উত্তপ্ত প্রাঙ্গণ থেকে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থীরা খুলনা প্রেসক্লাবে এসে প্রেস কনফারেন্স করেছেন।
রোববার নির্বাচন স্থগিত ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে আগামীকাল সোমবারের মধ্যে ঘোষিত তফসিলে নির্বাচন অনুষ্ঠিত না হলে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হবে বলে আলটিমেটাম দিয়েছেন তারা।
বিকেল পৌনে ৫টার দিকে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত অ্যাডভোকেট মো. আবুল খায়ের-অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম পরিষদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৫টায় প্রেস কনফারেন্স করেন স্বতন্ত্র আইনজীবীদের প্যানেল অ্যাডভোকেট বেগম আক্তার জাহান রুকু-অ্যাডভোকেট নিহিত কান্তি ঘোষ পরিষদের প্রার্থীরা।
উভয় পরিষদের অভিযোগ, ৫ আগস্টের পট পরিবর্তনের পরে সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম পরিষদের সব সদস্য পালিয়ে যায়। ওই সময় সর্বসম্মতিতে বিএনপিপন্থি আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চুকে আহবায়ক ও অ্যাডভোকেট নুরুল হাসান রুবাকে সদস্যসচিব করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন হয়। প্রতি বছরের ৩০ নভেম্বর সমিতির বার্ষিক নির্বাচন ও নতুন বছরের প্রথমদিন দায়িত্ব গ্রহণের প্রথা রয়েছে। কিন্তু অ্যাডহক কমিটি নানা অজুহাতে ২০২৪ সালে নির্বাচন না দিয়ে সাধারণ সভায় তাদের মেয়াদ ২০১৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে নেয়। এ বছর নির্বাচনের লক্ষে কমিশন গঠন ও তফসিল ঘোষণা হয়। নমিনেশন পেপার বিক্রির নির্ধারিত দিন ৩০ অক্টোবর কোনো মনোনয়নপত্র তারা বিক্রি করেনি। বলা হয় ক্লারিক্যাল মিসটেকের জন্য ফরম বিতরণ করা যাচ্ছে না। রোববার পাওয়া যাবে। কিন্তু সকাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র না পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। এরই মধ্যে অ্যাডহক কমিটি দুপুর ২টায় সমিতি ভবনের ১ নং হলরুমে একটি জরুরি সাধারণ সভা দেখিয়ে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেন ও তারাই সমিতির কার্যক্রম চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।
প্রেস কনফারেন্সে ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম বলেন, নির্বাচনে বিএনপি তাদের ভরাডুবি আঁচ করতে পেরে দুরভিসন্ধিমূলক ভাবে ভোট বানচাল করেছে। আমরা সোমবার বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন কমিশনকে সময় দিলাম। তারা ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হলে সাধারণ আইনজীবীদেরকে নিয়ে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।
স্বতন্ত্র প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আক্তার জাহান রুকু তীব্র ক্ষোভের সাথে বলেন, আওয়ামী লীগ নেতা সাইফুল নির্বাচন দিয়ে সেখানে কারচুপি করতো। ক্ষমতার দখল নিতো। কিন্তু আজ বিএনপি ভোট না দিয়েই ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। আগামী বছরের মার্চ পর্যন্ত মেয়াদ বাড়ানোর অর্থ, এর আগে জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এরপর তারা ভোট ছাড়াই বারের দখল নিয়ে আয়ের কোটি কোটি টাকা লোপাট করবে। তিনি সোমবার বিকেল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে বলেন, এরপর তারা নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করতে বাধ্য হবেন।
এ প্রসঙ্গে নির্বাচন কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ আব্দুল আজিজ বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু অ্যাডহক কমিটি সাধারণ সভার সিদ্ধান্তে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে।
খুলনা জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা জানান, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর আমাদের লক্ষ্য ছিল। কিন্তু সমিতির সাধারণ সদস্যরা আশঙ্কা করছেন, ভোটের পরে পলাতক সাবেক সভাপতি সাইফুল ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর চার্জশিট ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। সম্ভাব্য প্রার্থীদের অনেকে ভোটে জেতার জন্য সাইফুলের সাথে যোগাযোগ করে তাকে নিরাপত্তার আশ্বাস দিচ্ছে। এ জন্য সাধারণ সদস্যরা তলবি সভা ডাকার জন্য চিঠি দেয়। সেই সভাতে সর্বসম্মতিতে নির্বাচন কিছুদিনের জন্য পেছানো হয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে সন্ত্রসীরা গুলি ও বোমা হামলা চালিয়েছেন। এ সময় গুলিতে স্কুল শিক্ষক ইমাদুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। এর আগে তিনি ইউসুফ স্কুলে শিক্ষকতা করতেন।
৬ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে এক নারী উদ্যোক্তাকে অবরুদ্ধ করেছে পাওনাদাররা। অবরুদ্ধকৃত ওই নারী উদ্যোক্তার নাম পিংকি বেগম। তিনি উপজেলার দক্ষিণ আইচা এলাকার প্রয়োজন সমবায় সমিতি লিমিটেডের মালিক।
৯ ঘণ্টা আগে
ভারত থেকে গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় রূপান্তর হয়েছে। উজানে ভারতের দেয়া ফারাক্কা বাঁধের কারণে বর্ষা মৌসুমে তীব্র স্রোত ও ছেড়ে দেয়া পানিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরের জেলাগুলো। প্রত্যেক বছর পদ্মা নদী তীরবর্তী হাজার হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদীগর্ভ
১০ ঘণ্টা আগে
শিক্ষায় শারীরিক ও মানসিক বিকাশ না ঘটলে শিশুরা এগোতে পারবে না। শুধু পড়াশুনা করে ভালো মার্কস ও সার্টিফিকেট অর্জন করলেই হবে না। পাশাপাশি, বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মুখস্থ বিদ্যার বাহিরের জগতের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে হবে এবং মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, ছোটবেলা
১০ ঘণ্টা আগে