আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চুয়াডাঙ্গায় এসএসসির ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ছাত্রশিবিরের

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় এসএসসির ২৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ছাত্রশিবিরের

‘হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ছাত্রসমাজ যেভাবে রাস্তায় নেমে প্রতিরোধ এবং দেশত্যাগে বাধ্য করেছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি সতর্ক করে বলেন, যদি মাসাল পাওয়ার দিয়ে রাজনীতি করা হয়, তবে তার পরিণতিও হবে ফ্যাসিস্ট সরকারের মতো, করুণ ও লজ্জাজনক।

আমিরুল ইসলাম বলেন, আমরা এমন একদল তরুণ তৈরি করতে চাই, যারা হবে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন— যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিশ্বদরবারে দেশের মর্যাদা উজ্জ্বল করবে। শুধু মেধাবী হওয়া যথেষ্ট নয়, হতে হবে দেশপ্রেমিক ও নৈতিকভাবে আদর্শ মানুষ।

বুধবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের চেম্বার ভবনের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এসএসসি ২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীকে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির অ্যাডভোকেট রুহুল আমিন।

তিনি বলেন, বাংলাদেশে গোল্ডেন এ প্লাস পাওয়া অনেক শিক্ষার্থী দক্ষ চিকিৎসক ও প্রকৌশলী হয়েছেন, কিন্তু নৈতিকতার অভাব সমাজে বড় ক্ষতি ডেকে আনছে। জ্ঞান থাকা সত্ত্বেও কেউ যদি রোগীকে অযথা পরীক্ষা করান বা নিম্নমানের উপকরণ ব্যবহার করেন, তবে তা কেবল পেশাগত অবক্ষয় নয়, নৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক। এই নৈতিকতা অর্জনের জন্য আমাদের কোরআন পড়তে, জানতে ও বুঝতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব হোসেন মিলন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন