উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে ইটভাটার মালিকরা । এ দাবিতে স্মারকলিপি পেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। তবে তাদের এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সচেতন ব্যক্তিরা।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুমোদনহীন ইটভাটার মালিক ও শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ইটভাটা ভাঙচুর বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্লাকার্ড প্রদর্শন করেন।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, উপজেলায় বর্তমানে ৩৭টি ইটভাটা রয়েছে, যার মধ্যে মাত্র একটি সরকারি অনুমোদনপ্রাপ্ত। বাকি ৩৬টি ভাটা সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব ইটভাটায় প্রতি বছর এক লাখ টনেরও বেশি কাঠ পোড়ানো হয়, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, অনুমোদনহীন এসব ইটভাটায় ইট তৈরির জন্য ফসলি জমির উর্বর মাটি ব্যবহার করা হয়। ফলে কৃষি খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ছে এবং খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে। এছাড়া, এসব ইটভাটার ধোঁয়া ও বায়ুদূষণের কারণে শ্রমিকদের পাশাপাশি আশপাশের সাধারণ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান বলেন, আমাদের ভাটা বন্ধ থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবো না। এদিকে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, তারা কোন কাজ পাচ্ছে না। সেজন্য আমরা মানববন্ধন করে ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী বলেন, ইটভাটা মালিক সমিতির লোকজন আজ একটা মানববন্ধন করে আমার কাছে স্মারকলিপি দিয়েছে আমি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপর থেকে যে নির্দেশ আসবে আমি সেভাবে কাজ করব।
এমএস
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে ইটভাটার মালিকরা । এ দাবিতে স্মারকলিপি পেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। তবে তাদের এই কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সচেতন ব্যক্তিরা।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুমোদনহীন ইটভাটার মালিক ও শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও ইটভাটা ভাঙচুর বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্লাকার্ড প্রদর্শন করেন।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, উপজেলায় বর্তমানে ৩৭টি ইটভাটা রয়েছে, যার মধ্যে মাত্র একটি সরকারি অনুমোদনপ্রাপ্ত। বাকি ৩৬টি ভাটা সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এসব ইটভাটায় প্রতি বছর এক লাখ টনেরও বেশি কাঠ পোড়ানো হয়, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।
অভিযোগ রয়েছে, অনুমোদনহীন এসব ইটভাটায় ইট তৈরির জন্য ফসলি জমির উর্বর মাটি ব্যবহার করা হয়। ফলে কৃষি খাত মারাত্মক ক্ষতির মুখে পড়ছে এবং খাদ্য উৎপাদনে ঘাটতি দেখা দিচ্ছে। এছাড়া, এসব ইটভাটার ধোঁয়া ও বায়ুদূষণের কারণে শ্রমিকদের পাশাপাশি আশপাশের সাধারণ মানুষও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান বলেন, আমাদের ভাটা বন্ধ থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবো না। এদিকে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে, তারা কোন কাজ পাচ্ছে না। সেজন্য আমরা মানববন্ধন করে ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান করেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হাই সিদ্দিকী বলেন, ইটভাটা মালিক সমিতির লোকজন আজ একটা মানববন্ধন করে আমার কাছে স্মারকলিপি দিয়েছে আমি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উপর থেকে যে নির্দেশ আসবে আমি সেভাবে কাজ করব।
এমএস
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে