খুচরা সার বিক্রেতা নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৪: ৫২

খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের ২০০৯ সালের নীতিমালা বহাল রাখার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সামনে এ মানববন্ধন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের নীতিমালার অধীনে আইডি কার্ডপ্রাপ্ত খুচরা সার বিক্রেতারা দীর্ঘদিন ধরে সঠিকভাবে সার বিক্রি কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি নীতিমালা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে এতে হাজারো ক্ষুদ্র বিক্রেতার জীবিকা হুমকির মুখে পড়বে।

বক্তারা আরও বলেন, নতুন নীতিমালা কার্যকর হলে পুরনো বিক্রেতারা বাদ পড়বেন, যা অন্যায্য ও অযৌক্তিক। তারা অবিলম্বে ২০০৯ সালের বিদ্যমান নীতিমালা বহাল রেখে খুচরা সার বিক্রেতাদের অধিকার রক্ষার আহ্বান জানান।

মানববন্ধনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খুচরা সার বিক্রেতারা অংশ নেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত