আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২ হাজার ৮১২টি বক্স স্থাপন

ইসলামপুরে সরিষার মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

উপজেলা প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)

ইসলামপুরে সরিষার মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জামালপুরের ইসলামপুরে দিগন্তজোড়া মাঠে সরিষার ফুলে চোখ জুড়িয়ে যায়। হলুদ চাদরে প্রকৃতি মনে হয় আচ্ছাদিত। অন্যদিকে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন মৌয়ালরা।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে জেলার ইসলামপুর উপজেলার পৌর এলাকাসহ ১২টি ইউনিয়ন সরিষার আবাদ হয়েছে ৬ হাজার ২৩০ হেক্টর জমিতে। এর মধ্যে অধিকাংশ উচ্চ ফলনশীল জাতের। দিগন্তজোড়া সরিষার মাঠে ফুটে থাকা ফুল পাল্টে গেছে প্রকৃতি। হলদে ফুলের সমারোহে মুগ্ধ সবাই।

কৃষকরা জানান, সরিষা চাষে খরচ কম। কম সময়ে ফসল ঘরে তোলা যায়। ক্ষেতে একবারের বেশি সার দিতে হয় না। এ কারণে সরিষা চাষে আগ্রহ কৃষকদের। দুই মাসের মাথায় ফসল তুলতে পারেন। সরিষা চাষ করে কৃষকরা পরিবারের তেলের চাহিদা পূরণ করছেন, অন্যদিকে বিক্রি করে লাভবান হন।

সরিষা ফুলের মধু আহরণকালে মৌমাছিদের গুন গুন শব্দ পরিবেশ আরো মনোরম করে তুলেছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ২ হাজার ৮১২টি বক্স স্থাপন করে সরিষার মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। মধু সংগ্রহের এই উদ্যোগ সরিষার পরাগায়নে সহায়ক। এতে ফলনও ভাল হয়। এখন দেশের বিভিন্ন এলাকা থেকে মৌয়ালরা এসে মধু সংগ্রহ করছেন।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এএলএম রেজুয়ান জানান, প্রণোদনার আওতায় এবার ইসলামপুরে ৫ হাজার ২০০ জন কৃষককে বীজ ও সার দেওয়া হয়েছে।

গত বছরের চেয়ে এবার সরিষার চাষ বেশি হয়েছে। চাষিদের মধু সংগ্রহের কারণে সরিষার ফলন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন