তারাকান্দায় ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ)
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৫: ১২

ময়মনসিংহের তারাকান্দায় ধর্ষকের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের ছাত্রজনতা অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 
উল্লেখ্য ০২জুলাই (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলা বিষকা ইউনিয়নের মেছেরা গ্রামের আবুল বাশারের মেয়েকে (৪) পাশের বাড়ির আঃ মালেকের ছেলে বিল্লাল হোসেন (১৯), তার নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় কান্নাকাটি করলে তার মা শুনতে পেয়ে দ্রুত অভিযুক্তের ঘর থেকে উদ্ধার করে মেয়েকে নিজ ঘরে নিয়ে আসে।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় মেয়েকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করেন। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।
ভিকটিমের বাবা আবুল বাশার মানববন্ধনে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন নামক একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভিকটিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।থানায় মামলা হয়েছে। ৫ দিনের রিমান্ড আবেদনসহ আসামিকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত