ধর্ষণ মামলায় ওলামা লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ১৫

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি আবু তাহের (৫০) নামে এক কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবু তাহের ফুলবাড়ীয়ার রাধাকানাই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার ও ইউনিয়ন ওলামা লীগের সভাপতি।

শনিবার রাতে ফুলবাড়ীয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ছনকান্দা মিলনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর এলাকার এক নারীর (২৩) সাথে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী গ্রামের গোলাম রব্বানীর প্রেমের সম্পর্ক ছিল। গোলাম রব্বানী বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে নিকাহ রেজিস্ট্রার আবু তাহেরের মাধ্যমে একটি ভুয়া কাবিননামায় সাজানো বিয়ে করে। এরপর থেকে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মাঝে মাঝে ভাড়া বাসায় বসবাস করতেন। এর মধ্যে ওই নারী গর্ভবতী হলে ওষুধ খাইয়ে তার গর্ভপাত করানো হয়।

কয়েক মাস পর দুজনের সম্পর্কের অবনতি হলে ওই নারী নিকাহ রেজিস্ট্রার কার্যালয় থেকে কাবিননামার নকল তুলতে গিয়ে জানতে পারেন তাদের বিয়ের কোনো রেজিস্ট্রি হয়নি। এই ঘটনায় ওই নারী ময়মনসিংহ আদালতে গোলাম রব্বানী, নিকাহ রেজিস্ট্রার আবু তাহেরসহ মোট ৬ জনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ১৮, ২০২৫।

ফুলবাড়ীয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, আবু তাহেরের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অবশেষে শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার ছনকান্দা মিলনবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত