আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত, ৭ জনই চিকিৎসক

  • আক্রান্তদের মধ্যে সাতজনই চিকিৎসক

রাজশাহী অফিস

রাজশাহীতে ৯ জনের করোনা শনাক্ত, ৭ জনই চিকিৎসক

রাজশাহীতে নতুন করে করোনা সংক্রমণের আভাস পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজে গত সোমবার ১৫টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের অধিকাংশই চিকিৎসক। মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পরীক্ষা করে এ ফল পাওয়া গেছে। শনাক্তের হার ৬০ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খন্দকার মো. ফয়সল আলম বলেন, 'আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক। সবাই হালকা জ্বর, সর্দি, কাশি নিয়ে আসছেন। সরাসরি করোনা বলার মতো উপসর্গ না থাকলেও শরীর দুর্বল হয়ে পড়ছে এবং সুস্থ হতে সময় নিচ্ছে।'

বিজ্ঞাপন

তিনি আরো জানান, 'আক্রান্তদের মধ্যে সাতজন চিকিৎসক বলে ধারণা করা হচ্ছে। এখনই ব্যাপক আতঙ্কের কিছু নেই। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা দরকার।'

অধ্যক্ষ বলেন, 'বয়স্ক, ডায়াবেটিস বা অন্যান্য জটিল রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ৬০ বছরের বেশি বয়সি যাদের উপসর্গ রয়েছে, তাদের করোনা পরীক্ষা করানো উচিত। মাইক্রোবায়োলজি বিভাগে গিয়ে মাস্ক পরে নমুনা দিতে হবে। পরীক্ষার ফি ১০০ টাকা। দুপুরের মধ্যে ফল পাওয়া যাচ্ছে।'

জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, 'রাজশাহী মেডিকেলে এখন একজন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। বাকিদের মধ্যে হয়তো অনেকে আক্রান্ত হলেও উপসর্গ কম থাকায় হাসপাতালে আসছেন না। তিনি বলেন, নিয়ম মেনে ভর্তি রোগীর চিকিৎসা চলছে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন