গরু বোঝাই ভটভটির ধাক্কায় অটোরিকশা চালকসহ শিশু নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৩: ১৭

সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই ভটভটির (নসিমন) ধাক্কায় অটোরিকশা চালক এক শিশু নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, তাড়াশ পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে হাইফোত হোসেন।

স্থানীয়রা জানায়, সকালে গরু বোঝাই একটি একটি ভটভটি তাড়াশ উপজেলার নওঁগা হাটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিলো। ভডভডি উলিপুর ব্রিজ এলাকায় পৌঁছলে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত