উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ৬৬০ মেট্রিক টন পেঁয়াজ। রোববার সন্ধ্যায় ২৩টি ট্রাকে করে এসব পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল হোসেন। তিনি জানান, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় গত বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির চন্দ্র ঘোষ বলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। ১৪ আগস্ট থেকে বাজারের দাম স্থিতিশীল রাখতে আবারও আমদানি শুরু হয়েছে।
জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউবার শহিদুল ইসলাম জানান, পেঁয়াজের দাম আর বাড়বে না, বরং কমবে। এতে ভোক্তারা স্বস্তি পাবেন। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, বর্তমানে সরকার প্রতি আমদানিকারককে মাত্র ৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। তিনি সরকারের কাছে আরও বেশি পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, তিনিসহ অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতির চেষ্টা করেও এখনো অনুমতি না পাওয়ায় হতাশ।
প্রসঙ্গত, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ১২ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের ঘোষণার পর প্রায় পাঁচ মাসের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ৬৬০ মেট্রিক টন পেঁয়াজ। রোববার সন্ধ্যায় ২৩টি ট্রাকে করে এসব পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল হোসেন। তিনি জানান, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় গত বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির চন্দ্র ঘোষ বলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। ১৪ আগস্ট থেকে বাজারের দাম স্থিতিশীল রাখতে আবারও আমদানি শুরু হয়েছে।
জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউবার শহিদুল ইসলাম জানান, পেঁয়াজের দাম আর বাড়বে না, বরং কমবে। এতে ভোক্তারা স্বস্তি পাবেন। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।
তবে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, বর্তমানে সরকার প্রতি আমদানিকারককে মাত্র ৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। তিনি সরকারের কাছে আরও বেশি পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, তিনিসহ অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতির চেষ্টা করেও এখনো অনুমতি না পাওয়ায় হতাশ।
প্রসঙ্গত, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ১২ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের ঘোষণার পর প্রায় পাঁচ মাসের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ few সেকেন্ড আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৯ মিনিট আগে