আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৬৬০ টন পেঁয়াজ

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
সোনামসজিদ বন্দর দিয়ে এলো ৬৬০ টন পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে এসেছে ৬৬০ মেট্রিক টন পেঁয়াজ। রোববার সন্ধ্যায় ২৩টি ট্রাকে করে এসব পেঁয়াজ বন্দরে প্রবেশ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কামাল হোসেন। তিনি জানান, সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ায় গত বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সোনামসজিদ উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমির চন্দ্র ঘোষ বলেন, চলতি বছরের ১ এপ্রিল থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। ১৪ আগস্ট থেকে বাজারের দাম স্থিতিশীল রাখতে আবারও আমদানি শুরু হয়েছে।

জেলা কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপার্ট কিউবার শহিদুল ইসলাম জানান, পেঁয়াজের দাম আর বাড়বে না, বরং কমবে। এতে ভোক্তারা স্বস্তি পাবেন। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজ ৭০ থেকে ৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, বর্তমানে সরকার প্রতি আমদানিকারককে মাত্র ৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে। তিনি সরকারের কাছে আরও বেশি পেঁয়াজ আমদানির অনুমতি (আইপি) দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এদিকে আমদানিকারক সাইফুল ইসলাম বলেন, তিনিসহ অনেক আমদানিকারক পেঁয়াজ আমদানির অনুমতির চেষ্টা করেও এখনো অনুমতি না পাওয়ায় হতাশ।

প্রসঙ্গত, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ১২ আগস্ট বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের ঘোষণার পর প্রায় পাঁচ মাসের বিরতি দিয়ে বৃহস্পতিবার থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন