দৈনিক দিনকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, এবি ট্রাস্টের চেয়ারম্যান ও পাবনা–৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শামছুর রহমান (শিমুল বিশ্বাস) বলেছেন, স্যামসন এইচ চৌধুরী মফস্বল শহর পাবনায় জন্ম নিয়ে এখানেই থেকে শ্রম, মেধা ও শৃঙ্খলার মাধ্যমে ২৩টি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠানে লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে। তিনি শুধু শিল্পপতি ছিলেন না, কর্মসংস্থানের মাধ্যমে সমাজে দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরি করেছেন।
সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্যামসন এইচ চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
পাবনা প্রেসক্লাব আয়োজিত এ স্মরণসভায় শিমুল বিশ্বাস বলেন, ‘আমি তাকে কাকা বলে ডাকতাম। তার নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা ছিল অনুকরণীয়। পরিকল্পনা ও ব্যবস্থাপনায় তিনি ছিলেন আপসহীন। তার তৈরি প্রতিষ্ঠানগুলো আজও সফলভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তার আত্মার শান্তি কামনা করি এবং স্কয়ার গ্রুপের সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি শুভকামনা জানাই।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক পাভেল মৃধা।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখার স্বপ্ন থেকেই স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপ প্রতিষ্ঠা করেন, যা আজ দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান হিসেবে অর্থনীতির চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তিনি কাজের স্বচ্ছতা, শ্রমের মর্যাদা ও মানবিক আচরণকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন।
তার অবদানের মধ্যে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, শিল্প-সাহিত্য ও প্রযুক্তিগত উন্নয়ন বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন এবং বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রেখেছেন।
স্মরণসভায় আরো বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, প্রফেসর শিবজিত নাগ, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, স্কয়ার গ্রুপের প্ল্যান্ট ডিরেক্টর আব্দুল খালেক, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্কয়ার গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্মরণসভা শেষে স্যামসন এইচ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

