রাজশাহীর বাঘা উপজেলায় সোহেল রানা (৩৫) নামে এক যুবককে গভীর রাতে গুলি করে হত্যা করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর করালি নওশারার চরে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা চরের কালু মন্ডলের ছেলে। গুলিতে সোহেল রানার স্ত্রী ও মেয়েও আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত সোহেলের ভাই জানান, রাতে সোহেল ও তার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে সন্ত্রাসীরা এসে ঘরের টিনে কয়েকবার আঘাত করে বিকট শব্দ সৃষ্টি করে। এতে অনেকের ঘুম ভেঙে যায় এবং সবাই ছোটাছুটি শুরু করে।
এ সময় সন্ত্রাসীরা ঘোষণা দেয়, কেউ এলে তাকে গুলি করা হবে। এরপর তারা সোহেলের ঘরে ঢুকে পড়ে। সোহেলের স্ত্রী স্বামীকে রক্ষা করতে কাঁথা-কম্বল দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন। কিন্তু সন্ত্রাসীরা টিন কেটে কয়েকটি গুলি ছোড়ে। এতে সোহেলের পেটে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঘা থানার পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) সুপ্রভাত মন্ডল বলেন, আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতের আঁধারে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে হত্যা করেছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা করা হবে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

