আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ

উপজেলা প্রতিনিধি, (শাহজাদপুর) সিরাজগঞ্জ
আমরণ অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী অসুস্থ

সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ও বাস্তবায়ন দাবিতে আমরণ অনশন শুরু করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টায় থেকে অস্থায়ী একাডেমিক ভবন-৩ চত্বরে শিক্ষার্থীরা প্রথমে প্রতীকী গণ অনশন শুরু করে। একপর্যায়ে দুপুর থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দেয়। রোববার এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত রয়েছে ।

বিজ্ঞাপন

এ পর্যন্ত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান, ওমর ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, সাদমান, আবু সাঈদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুইজ, মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইসারুল, আলামিন, বাংলা বিভাগের শাকিল ও রিপন ।

অনশনরত বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ বলেন, একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত আমাদের আমরণ অনশন কর্মসূচি চলবে । উদ্ভূত পরিস্থিতিতে যদি কোনো শিক্ষার্থীর কোনো রকম ক্ষতি হয় তার সম্পূর্ণ দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে। আমরা দেখতে চাই শিক্ষার্থীরা আন্দোলন করে যাদেরকে সরকারে বসালো তাদের কাছে শিক্ষার্থীদের জীবনের মূল্যটা কতটুকু। আমাদের কথা একটাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি অনুমোদন ছাড়া আমরা ক্লাসে ফিরে যাবো না।

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে রোববার দুপুরে উপজেলা বিএনপি স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন