রবীন্দ্র কাছারি বাড়িতে হামলার ঘটনায় দশ জনের নামে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ২০: ১৩
আপডেট : ১৯ জুন ২০২৫, ২০: ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে শাহনেওয়াজ নামে এক দর্শনার্থীর উপর হামলা ও তার স্ত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে কাছারি বাড়ির কাস্টোডিয়ানসহ ১০ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার শাহজাদপুর আমলী আদালতে মামলাটি দায়ের করেন উপজেলার রুপপুর নতুন পাড়া গ্রামের শাহনেওয়াজের স্ত্রী ছাবরিনা আক্তার সুইটি।

বিজ্ঞাপন

আদালতের পেশকার আনোয়ার হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) কে নির্দেশ দেয়া হয়েছে।

মামলার আসামীরা হলেন, শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ির কস্টোডিয়ান হাবিবুর রহমান, গ্রন্থাগার পরিচালক শরীফুজ্জামান সরকার, বিদ্যুৎ ও বাগান পরিচালক সিরাজুল ইসলাম, বাগান মালি শফিকুল ইসলাম, বাগান ও কাউন্টার পরিচালক মজিবুর রহমান, বাগান সিকিউরিটি গার্ড আব্দুল মমিন, শাহজাদপুর উপজেলার কাংলাকান্দা গ্রামের আজিজ শেখের ছেলে নুহ শেখ, ফরিদপুর জেলার হাদল গ্রামের বাবলু সরকার, পাবনা জেলার আমিনপুর গ্রামের আনিসুর রহমান ও নাটোর জেলার গুরুদাসপুর গ্রামের যেগেন্দ্রনগর গ্রামের রেজাউল। আসামীরা সবাই রবীন্দ্র কাছারি বাড়িতে কর্মরত আছেন।

এদিকে কাছারি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় কাস্টোডিয়ান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫০-৬০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় যৌথ বাহিনী ৫ জনকে গ্রেপ্তার করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত