চারঘাটের একটি স্কুলে পাস করেনি একজন শিক্ষার্থীও

উপজেলা প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯: ৪৭

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় চারঘাট উপজেলার শিবপুর ভকেশনাল ও বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বৃহস্পতিবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এই তথ্য উঠে এসেছে।

বিজ্ঞাপন

শলুয়া ইউনিয়নের শিবপুর গ্রামের শিবপুর ভকেশনাল ও বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে ২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে একজন শিক্ষার্থীও এই প্রতিষ্ঠান থেকে পাস করেনি।

এই শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী শাকিলা বলেন, আগে এখানে লেখাপড়ার মান উন্নত ছিল। এই বছর কেউ পাস করেনি শুনে অবাক হয়েছি। এর জন্য দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট আশরাফুল ইসলাম বলেন, এবার ২৭ জন পরীক্ষা দিয়েছিল। সবাই অকৃতকার্য হয়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে আসে না, লেখাপড়া করে না। এ কারণে তারা ফেল করেছে।

এ বিষয়ে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম বলেন, এই বছর পাসের হার কম। কমেছে এ প্লাসও। তবে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একজনও পাম করেনি, এটা আসলেই উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

প্রসঙ্গত, এ বছর কারিগরিতে পাসের হার ৬৮.৩৫%।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত