গ্রামীণ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি
উপজেলা প্রতিনিধি, মান্দা (নওগাঁ)
গ্রামীণ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দৈনিক আমার দেশ-এর নওগাঁর মান্দা প্রতিনিধি মো. রওশন আলমকে শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকদের প্রকাশিত সংবাদ শুধু তথ্য বহন করে না, এটি মানবিকতা, সহানুভূতি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য আমরা রওশন আলমের মতো নিবেদিত সাংবাদিকদের সাধুবাদ জানাই।’
সভাপতির বক্তব্যে ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, ‘সাংবাদিকরা সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। তাদের মাধ্যমে আমরা সমাজের বাস্তব চিত্র জানতে পারি, যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত সাংবাদিক রওশন আলম বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য শুধু একটি সম্মাননা নয়, এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম ও পেশার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। সাংবাদিকতা আমার কাছে পেশার চেয়ে বেশি, এটি একটি দায়বদ্ধতা—অন্যায়, অনিয়ম, মানবিক গল্পগুলোকে তুলে ধরাই আমার কাজ। এই সম্মান আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরি বাবুল, বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারি টিপু প্রমুখ।
গ্রামীণ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় দৈনিক আমার দেশ-এর নওগাঁর মান্দা প্রতিনিধি মো. রওশন আলমকে শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার মান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকদের প্রকাশিত সংবাদ শুধু তথ্য বহন করে না, এটি মানবিকতা, সহানুভূতি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। মানবিক ও দায়িত্বশীল সাংবাদিকতার জন্য আমরা রওশন আলমের মতো নিবেদিত সাংবাদিকদের সাধুবাদ জানাই।’
সভাপতির বক্তব্যে ইউএনও মো. শাহ আলম মিয়া বলেন, ‘সাংবাদিকরা সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠস্বর। তাদের মাধ্যমে আমরা সমাজের বাস্তব চিত্র জানতে পারি, যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত সাংবাদিক রওশন আলম বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য শুধু একটি সম্মাননা নয়, এটি আমার দীর্ঘদিনের পরিশ্রম ও পেশার প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। সাংবাদিকতা আমার কাছে পেশার চেয়ে বেশি, এটি একটি দায়বদ্ধতা—অন্যায়, অনিয়ম, মানবিক গল্পগুলোকে তুলে ধরাই আমার কাজ। এই সম্মান আমাকে আরো দায়িত্বশীল করে তুলবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুজ্জামান, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান, মান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরি বাবুল, বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান মাকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারি টিপু প্রমুখ।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে