গুরুদাসপুরে প্রেমিকের টানে মালয়েশিয়ান তরুণী

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫: ২৫
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৫: ২৮

নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর গ্রামের যুবক আনিছুর রহমানের সঙ্গে মালয়েশিয়ার তরুণী সিটি হাসনার পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের টানে অবশেষে মাকে নিয়ে বিয়ে করতে বাংলাদেশে আসেন সিটি হাসনা।

বিজ্ঞাপন

জানা যায়, পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ের কথা পাকাপাকি হয় তাদের। কিন্তু ভিসা জটিলতায় হাসনা বাংলাদেশে আসতে পারেননি। তবে মাঝে মাঝে মালয়েশিয়ায় যেতেন আনিছ। খুবজিপুর গ্রামের জলিল রহমানের ছেলে আনিছুর রহমান (৪২)। সিটি হাসনা (৩২) মালয়েশিয়া প্রবাসী মসিন জাকরির মেয়ে।

আনিছের বড় ভাই এনায়েত শেখ জানান, আগামী শুক্রবার নাটোর আদালতে তাদের বিয়ে হবে। দীর্ঘদিন প্রেমের পর তারা একটি সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছেন। আমরা খুশি।

খুবজিপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে এক তরুণীর খুবজিপুরে আসার খবর জেনেছি। তারা বিয়ে করবে শুনেছি। তাদের জন্য শুভকামনা রইলো।

আনিছ ও সিটি হাসনা বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। পারিবারিকভাবে দুজনের ইচ্ছায় বিয়ে হচ্ছে। আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবাই দোয়া করবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত