আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়েছে অস্ত্রের চোরাচালান

তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ

নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়েছে অস্ত্রের চোরাচালান

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেড়েছে অস্ত্রের চোরাচালান। সীমান্তপথে অবাধে আসছে নানা ধরনের আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য। এই সীমান্তপথে আসা অস্ত্র সারা দেশে সরবরাহ করা হচ্ছে। এতে যেকোনো সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সঙ্গে ভারত সীমান্ত প্রায় ১২৯ কিলোমিটার বিস্তৃত। এ সীমান্ত এলাকা দেশের জন্য শুধু ভূ-রাজনৈতিক গুরুত্ব বহন করে না, নিরাপত্তার জন্যও এক বড় চ্যালেঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের এ পথে বাড়ছে বিদেশি অস্ত্রের চোরাচালান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভীতি ছড়াচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের চোরাচালান। নির্বাচন ঘিরে দেশে অরাজকতা তৈরি ও সহিংসতা বাড়াতেই আনা হচ্ছে এসব অস্ত্র বলে শঙ্কা করছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ-ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চারটি ইউএসএ’র তৈরি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে বিজিবি ৫৩ ব্যাটালিয়নে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এতে জানানো হয়, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর বিওপির গোপালপুর এলাকায় দুই মোটরসাইকেল আরোহীকে থামতে সংকেত দেন বিজিবি সদস্যরা। এ সময় দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল থেকে একটি ব্যাগ ফেলে যায় তারা। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে চারটি বিদেশি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল। আসন্ন নির্বাচনকেন্দ্রিক দেশে একটা অরাজকতা তৈরির জন্য পার্শ্ববর্তী দেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র প্রবেশের পরিকল্পনা হয়েছে। তবে অস্ত্রের যেন কোনো ধরনের চোরাচালান হতে না পারে, সেজন্য আমরা কিন্তু আগের তুলনায় অনেক বেশি তৎপর রয়েছি।

বিজিবি কর্মকর্তা বলেন, অস্ত্র, গোলাবারুদ চোরাচালান প্রতিরোধ ও অনুপ্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক সীমান্ত এলাকায় কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চেকপোস্ট স্থাপন ও বিশেষ টহল বৃদ্ধি করা হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত থেকে তিনটি বিদেশি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার করে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে ভারত থেকে আনা এসব আগ্নেয়াস্ত্র সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা সংস্থাটির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন