আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় প্রস্তুত হচ্ছে তারেক রহমানের অফিস রুম

সবুর শাহ্ লোটাস, বগুড়া

বগুড়ায় প্রস্তুত হচ্ছে তারেক রহমানের অফিস রুম

বগুড়া নবাববাড়ি সড়কে জেলা কার্যালয়ে ১৭ বছর যে রুমটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বসার জন্য অফিস ছিল তা এতদিন ব্যবহার করা হয়নি। তিনি আসবেন, বগুড়া সদর আসন থেকে নির্বাচন করবেন, এ জন্য অফিস রুমটি ব্যবহার উপযোগী করে তুলছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

গত তিন-চার দিন আগে রুমের ফ্লোর, টাইলস এর কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফ্লাই বোর্ড ও সিলিং দিয়ে ডেকোরেশনের কাজ। জেলা বিএনপির অফিসের ঠিক মাঝখানের রুমটি ছিল তার বসার স্থান। সে রুমের উপরে এখনো লেখা রয়েছে ‘তারেক রহমান’।

সোমবার সকালে দেখা গেছে, ৫/৬ জন শ্রমিক কাজ করছে। তারা দেয়ালের উপর ফ্লাই বোর্ড ও সাদের সিলিংয়ের কাজ করছেন। দরজাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। যাতে নতুন করে রং করে সাজনো যায়। রুমটির ভেতরে ২টি বই রাখার সেল্ফসহ একটি বড় টেবিল এবং ১০টির বেশি চেয়ার দিয়ে সাজানো থাকবে বলে এই কাজের দায়িত্বপ্রাপ্ত ইন্টেরিয়র ইঞ্জিনিয়ার সৈকত জানিয়েছেন।

বিষয়টি নিয়ে জেলা বিএনপির মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত রাশেদুল ইসলাম রাশেদ বলেন, খুব দ্রুতই এই কাজটি করা হচ্ছে। এই জন্য প্রয়োজনীয় সংখ্যক লোক লাগানো হয়েছে। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নির্দেশে দেখভালের কাজটি সম্পন্ন হচ্ছে।

গতকাল রোববার রাতে কাজটি দেখার জন্য গিয়েছিলেন, এমআর ইসলাম স্বাধীন ও শেখ তাহা উদ্দিন নাইনসহ বেশ কিছু নেতৃবৃন্দ। মূলত এই ভবনে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের প্রত্যেকটির অফিস রয়েছে। প্রতিদিন এখানে শতশত নেতাকর্মীর ভিড় লেগেই থাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন