শেরপুরে বিয়ে করতে এসে কারাগারে বর

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০: ৪৮

বগুড়ার শেরপুর উপজেলার ইউএনও আশিক খানের তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী আয়েশা হালিমা। এই বাল্যবিয়ের ঘটনায় বরকে কারাগারে পাঠানো হয়েছে। ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে কনে ও বরপক্ষকে ।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে হুসনাবাদ পশ্চিমপাড়া গ্রামের মহারম আলীর ছেলে রাকিবুল হাসানের (২০) সাথে একই গ্রামের আনোয়ার হোসেনের কন্যা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আয়েশা হালিমার (১২) বিয়ের প্রস্তুতি নেয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিয়েটি বন্ধ করে দেন। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারা অনুযায়ী বরকে ১৫ দিনের জেল এবং ৮ ধারায় কনে ও বরপক্ষকে অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান পরিবারকে আয়েশার পড়ালেখা অব্যাহত রাখার নির্দেশ দেন। বিষয়টি নিবিড়ভাবে তদারকির জন্য স্থানীয় শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি চলছে এবং জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হচ্ছে। এ ধরনের সামাজিক অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

এ ঘটনায় প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত