বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ৩৫ যোদ্ধাকে আর্থিক অনুদান

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ১৭: ৩৫

জুলাই গণঅভ্যুত্থানে আহত বগুড়ার ৩৫ জন যোদ্ধাকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এরমধ্যে দুই লাখ টাকা করে পেয়েছেন ১১ জন। ২৪ জন পেয়েছেন ১ লাখ টাকার চেক।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনে আহত রিয়াদ প্রামাণিক জানান, বগুড়া শহরের সাতমাথায় আন্দোলনে তিনি আহত হন। গুলিতে তার বাম চোখ নষ্ট হয়েছে। সে চোখে ভালো করে কিছু দেখতে পান না। চলতি বছর সে এসএসসি পরীক্ষা দেবে। সে সকলের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বগুড়ার আহতরা কখনোই নিজেদেরকে একা মনে করবেন না। অসহায় মনে করবেন না। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় আপনাদের সঙ্গে আছি। প্রথম পর্বে ৩৫ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে সহযোগিতা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত