চলনবিলে অভিযান চালিয়ে পাঁচ লক্ষাধিক টাকার অবৈধ চায়নিজ দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় চলনবিলের হান্ডিয়ান ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ সংলগ্ন নলুয়া বিল, নলডাংগা বিল, নবীন ও চর নবীন বিল, ছাইকোলা ইউনিয়নের জিয়ালগাড়ী জোলা বিলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। এ সময় পাঁচ লক্ষাধিক টাকার ১৩০ পিস চায়নিজ দুয়ারি জাল জব্দ করে বিলপাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, বিগত সময়ের মতো এই অভিযান অব্যাহত থাকবে।

