আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশকে চাকু মেরে পালানো সেই নিশান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
পুলিশকে চাকু মেরে পালানো সেই নিশান গ্রেপ্তার

বগুড়ায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর উপজেলার ঝোপগাড়ি ওলির বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক রাকিব হোসেনের নেতৃত্বে ডিবি ও উপশহর পুলিশ ফাঁড়ির টিম সোনাতলা উপজেলার নওদাবগা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এরআগে রোববার শহরের উপকণ্ঠে বড় কুমিড়া শিকারপুর এলাকায় দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক বছর সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশান। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির এটিএসআই জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল মানিকুজ্জামান মানিককে হাসপাতালে নেওয়া হয়। এ/পি বড় কুমিড়া মাটালপাড়া-বুড়িতলা পশ্চিম এলাকার এই সন্ত্রাসী পালিয়ে সোনাতলা উপজেলায় আত্মগোপন করে।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তারের সময় দুই পুলিশ হামলার শিকার হন। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের হয়। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে তৎপর হয় পুলিশ ও ডিবি। তার অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আসামি নিশানের বিরুদ্ধে অপহরণ, মাদক, চুরিসহ হাফ-ডজন মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

উল্লেখ্য, গত রোববার বগুড়া সদর উপজেলার বড় কুমিড়া শিকারপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামি মুরাদুন্নবী নিশানকে গ্রেপ্তার করে পুলিশ। পরনের কাপড়ের অজুহাতে র‌্যাকের ভেতর থেকে চাকু বের করে আসামি। আকস্মিক ভাবে এটিএসআই জাহাঙ্গীর আলমের পেটে ও কনস্টেবল মানিকের উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার চারদিন পর তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন