মামলা তুলে না নেয়ায় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১৫: ১৯

বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেয়ায় আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিনের চাষের জমি দখলের চেষ্টা করছিল প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন এবং ফজলুল হক। এ নিয়ে আল আমিন তাদের বিরুদ্ধে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুলাই অভিযুক্তরা আল আমিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ওই দিন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে ও তার বাবা আফসার আলীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে সোয়া এক লাখ টাকাও ছিনিয়ে নেয়। আহত অবস্থায় চার দিন হাসপাতালে থাকার পর আল আমিন মারা যান।

এ ঘটনায় আল আমিনের পরিবার ১৫ জনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত