শিশুর ভিডিও ফেসবুকে পোস্ট
স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আরেক শিশুকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত শিশুটিকে কিশোর সংশোধনাগারে পাঠায়। সেই ঘটনায় গ্রেপ্তার শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ভাইরাল করেছে নারুলী ফাঁড়িতে কর্মরত এটিএসআই শফিকুল ইসলাম।
বিষয়টিকে কেন্দ্র করে শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন পুলিশ কর্মকর্তা নাবালক এক শিশুর ভিডিও বানিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ভিউ বাণিজ্যের এই ঘটনায় বিস্মিত সচেতন মহল। এতে একদিকে যেমন ওই শিশুর পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে অন্যদিকে তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় প্রকাশ পেয়েছে বলে অভিমত আইনজীবী ও রাজনৈতিক নেতাদের।
অনুসন্ধানে জানা যায়, শফিকুল ইসলাম বেশ কয়েক বছর ধরে নারুলী পুলিশ ফাঁড়িতে এটিএসআই হিসেবে কর্মরত আছে। জুলাই বিপ্লবের পরে অনেক পুলিশ কর্মকর্তা বগুড়ার থানা ফাঁড়ি থেকে অন্যত্র বদলি হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। জুলাই বিপ্লবের সময় নারুলী ফাঁড়ি এলাকাধীন জামায়াত বিএনপির নেতাকর্মীদের ওপর গ্রেপ্তার চালানোর মূলহোতা ছিলেন এটিএসআই শফিকুল।
এ ব্যাপারে এটিএসআই শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়েছিলাম। পরে পোস্টটি ডিলিট করেছি। আপনি নারুলী ফাঁড়িতে কত বছর ধরে কর্মরত আছেন এবং ধর্ষিতার কোনো ডাক্তারি পরীক্ষা করেছেন কি না? এ প্রশ্নের উত্তর না দিয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।
ধর্ষিতা শিশুর বয়স পাঁচ বছর এবং ধর্ষণকারীর বয়স ১২ বছর। গত ১৯ আগস্ট দুপুর সারে ১২টায় বগুড়া সদরের সাবগ্রাম উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি মো. মোজাম্মেল হক আমার দেশকে বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন ঘটনা আমরা আশা করি না। এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আমার দেশকে বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বগুড়ায় এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আরেক শিশুকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত শিশুটিকে কিশোর সংশোধনাগারে পাঠায়। সেই ঘটনায় গ্রেপ্তার শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ভাইরাল করেছে নারুলী ফাঁড়িতে কর্মরত এটিএসআই শফিকুল ইসলাম।
বিষয়টিকে কেন্দ্র করে শহরজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। একজন পুলিশ কর্মকর্তা নাবালক এক শিশুর ভিডিও বানিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ভিউ বাণিজ্যের এই ঘটনায় বিস্মিত সচেতন মহল। এতে একদিকে যেমন ওই শিশুর পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছে অন্যদিকে তার দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় প্রকাশ পেয়েছে বলে অভিমত আইনজীবী ও রাজনৈতিক নেতাদের।
অনুসন্ধানে জানা যায়, শফিকুল ইসলাম বেশ কয়েক বছর ধরে নারুলী পুলিশ ফাঁড়িতে এটিএসআই হিসেবে কর্মরত আছে। জুলাই বিপ্লবের পরে অনেক পুলিশ কর্মকর্তা বগুড়ার থানা ফাঁড়ি থেকে অন্যত্র বদলি হলেও তিনি রয়েছেন বহাল তবিয়তে। জুলাই বিপ্লবের সময় নারুলী ফাঁড়ি এলাকাধীন জামায়াত বিএনপির নেতাকর্মীদের ওপর গ্রেপ্তার চালানোর মূলহোতা ছিলেন এটিএসআই শফিকুল।
এ ব্যাপারে এটিএসআই শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়েছিলাম। পরে পোস্টটি ডিলিট করেছি। আপনি নারুলী ফাঁড়িতে কত বছর ধরে কর্মরত আছেন এবং ধর্ষিতার কোনো ডাক্তারি পরীক্ষা করেছেন কি না? এ প্রশ্নের উত্তর না দিয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন তিনি।
ধর্ষিতা শিশুর বয়স পাঁচ বছর এবং ধর্ষণকারীর বয়স ১২ বছর। গত ১৯ আগস্ট দুপুর সারে ১২টায় বগুড়া সদরের সাবগ্রাম উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি মো. মোজাম্মেল হক আমার দেশকে বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন ঘটনা আমরা আশা করি না। এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান আমার দেশকে বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৯ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২২ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
২৮ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
৪০ মিনিট আগে