আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক আবরোধ করে রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১২ থেকে এই কর্মসূচি শুরু হয় এবং এই রিপোর্ট লেখা পর্যন্ত আবরোধ চলছে।

বিজ্ঞাপন

এর ফলে যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটে দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়ছে শতশত যাত্রীরা।

যমুনা সেতু সূত্রে জানা যায়, যমুনা সেতু দিয়ে প্রতিদিন ২২ জেলার ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। তবে এই মহাসড়ক ব্লকেডের কারণে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শিক্ষার্থী জেজুতি ও সুজনা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন করা হোক। আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আমরা গত জুলাই মাস থেকে আন্দোলন করছি। কিন্তু সরকার আমাদের দাবি মানছে না। যে কারণে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

একই দাবিতে গতকাল ১৩ আগস্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ ঘণ্টা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন