বগুড়ার শাজাহানপুরে মাঝিড়া বন্দরে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-রংপুর মহসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। সোমবার বিকেল পোনে ৪টা থেকে শুরু হওয়া তাদের এ অবরোধ সন্ধ্যা ৭টার দিকে তুলে নেন।
স্থানীয়দের দাবি, সোমবার সকালে মাঝিড়াতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই নিহত হন রিকশাচালক মেরাজুল ইসলাম (২৫)। একই এলাকায় দুপুরে বাসচাপায় অজ্ঞাত আরও একজন বাসের হেল্পার নিহত হন। এরপর স্থানীয়রা বিকেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সদস্যরা।
শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান জানান, স্থানীয়দের দাবি ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হোক। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলছে। সন্ধ্যা ৭টার দিকে সড়ক অবরোধ উঠিয়ে নেন স্থানীয়রা। রাস্তার দুপাশে দুটি জেবরা ক্রসিং ও ফুট ওভারব্রিজ দেওয়ার জন্য সংশ্রিষ্ট বিভাগ অবহিত করা হবে। দুইজন ট্রাফিক পুলিশ দিনরাত দায়িত্বে থাকবেন।

