রফিকুল ইসলাম খান

আগামী নির্বাচনে জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবে

উপজেলা প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর)
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৯: ৫৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নীরব বিপ্লব ঘটাবে। চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয় সেটাই প্রমাণ করে। আগামি ফেব্রুয়ারীতেই আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।

শুক্রবার নাটোরের বড়াইগ্রামে জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচদফা দাবিতে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। বড়াইগ্রাম উপজেলা জামায়াত সমাবেশটি আয়োজন করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। আমরা জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য আন্দোলন করছি।

রফিকুল ইসলাম খান বলেন, দেশের মানুষ বুকভরা স্বপ্ন নিয়ে ড. ইউনুসকে ফ্যাসিবাদীদের বিচারের জন্য ক্ষমতায় বসিয়েছিলেন। কিন্তু তার চারপাশে ফ্যাসিবাদের দোসর সক্রিয় হয়ে উঠেছে। তারা সরকারকে বিভ্রান্ত করছে এবং দেশকে একটি দলের পকেটে ঢুকিয়ে দেওয়ার চক্রান্তে লিপ্ত। বিভিন্ন সংস্থার জরিপ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের ৭২ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, প্রয়োজন হলে গণভোট দিয়ে জনগণের রায় নিন।

মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে আমরা রাজা হবো না। দেশের নাগরিকদের সেবক হয়ে একটি উন্নত সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলবো। জামায়াত ক্ষমতায় গেলে অমুসলিমরাই বেশি থাকবেন বলে জানান তিনি।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম। উপজেলা সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী ও অধ্যক্ষ দেলোয়ার হোসাইন খান, জেলা সেক্রেটারী অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ও নাটোর-৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. সাইদুর রহমান, জেলা জামায়াতেরর সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত