আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুই ঘণ্টা পরই প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের অবরোধ

প্রতিনিধি, রাবি
দুই ঘণ্টা পরই প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের অবরোধ

পূর্বনির্ধারিত অবরোধে এসে দুই ঘণ্টা পরই তা প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এরআগে গতকাল রোববার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্যারিস রোডে আসেন। সেখান থেকে দুপুর ১২টার দিকে মেইন গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এরপর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিয়ে আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব।

তিনি বলেন, আগামীকাল আমরা চোখে কাপড় বেঁধে ফেসবুকে শেয়ার ও ‘উই ওয়ান্ট যাস্টিস নো মোর রেপিস্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করবো।

বিজ্ঞাপন

অবরোধে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, সবার আগে আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ১৫ দিনে তদন্ত করে ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে যাতে আর কেও একাজের সাহস না দেখায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ১৫ দিন তদন্ত ৩০ দিনে শাস্তি নিশ্চিত করতে হবে, প্রত্যেক বিভাগীয় শহরে ডিএন এ সেম্পলিং মেশিন স্থাপন করতে হবে। এছাড়া বিচারকাজে কোনো রকম ফাঁকিবাজি চলবে না। কারোর রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না। কোনো ভন্ড ইনটেরিমকে আমরা চাই না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন