শিবগঞ্জে পদ্মা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (শিবগঞ্জ) চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ২১: ৫৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে আবারও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় লাশ ভাসতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য সেটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

এদিকে, বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, সেটি সীমান্ত থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের ভেতরে। স্থানীয়রা লাশটি ভাসতে দেখে প্রথমে বিজিবিকে খবর দেয় এবং পরে বিজিবি টহল দল পুলিশকে বিষয়টি জানায়।

উল্লেখ্য, এর আগে গত ২ আগস্ট শিবগঞ্জ উপজেলার তারাপুর থেকে শফিকুল ইসলাম ও সেলিম রেজা নামে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছিল। সে সময় অভিযোগ উঠেছিল যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত