আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়ায় বিএফএর কমিটি ২৭ বছর পর বিএনপির দখলে

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় বিএফএর কমিটি ২৭ বছর পর বিএনপির দখলে

বগুড়ায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ’র) কমিটি ২৭ বছর পর নিয়ন্ত্রণে নিয়ে বিএনপি সমর্থিতরা। শতাধিক ডিলারের কণ্ঠভোটে সভাপতি হন গাবতলী বিএনপি নেতা মোর্শেদ মিল্টন, সাধারণ সম্পাদক হয়েছেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক এনাম।

বিজ্ঞাপন

এদিকে ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন ২৭ বছর ধরে সভাপতি পদে থাকা আওয়ামী লীগ সমর্থিত আবুল কালাম আজাদ ওরফে কালাম হাজি ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এরপর থেকে স্থবিরতা দেখা দেয় এসোসিয়েশনের কার্যক্রমে।

এ কারণে শনিবার সকাল ১০টার পর বগুড়া-রংপুর হাইওয়ে সড়কে পালশা এলাকায় নিজস্ব চারতলা ভবনে একটি সভা করা হয়। সভায় মোর্শেদ মিল্টন ও মাহফুজ সিদ্দিক লিটন সভাপতি প্রার্থী করা হয়। এক পর্যায়ে মাহফুজ সিদ্দিক লিটন নিজের নাম প্রত্যাহার করে নিলে মোর্শেদ মিল্টন সভাপতি হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ জন। এরমধ্যে ৭ জন নাম প্রত্যাহার করে নেন। তাই এ পদে বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও নয়মাইল এলাকার ডিলার এনামুল হক এনামের মধ্যে লটারি হয়। লটারিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হন হিসেবে এনামুল হক এনাম।

বিগত কমিটির সাধারণ সম্পাদক আলমগীর দৈনিক আমার দেশকে বলেন, বহু বছর দায়িত্ব পালন করেছি। নির্বাচনে পরাজয় মেনে নিয়েছি।

এদিকে কমিটির নির্বাচিত সভাপতি মোর্শেদ মিল্টন ও সাধারণ সম্পাদক এনামুল হক এনাম বলেন, ২৭ বছর পর আমরা এই দায়িত্ব পেয়েছি। সাধ্যমত কাজ পরিচালনা করে যাবো।

সভাপতি পদে নির্বাচন করা মাহফুজ সিদ্দিক লিটন বলেন, মোর্শেদ মিল্টন যে সভাপতি হবে তা আগেই নির্ধারণ করা ছিল। এটি জেলার পদস্থ নেতা দায়িত্ব পালন করেছেন।

এদিকে বিএফএ বগুড়া শাখায় এই নির্বাচন কে ঘিরে ২৭ বছর পর নির্বাচনের পরে অনেক ডিলারই আগামীতে নতুন কমিটির উপর আশাবাদ ব্যক্ত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

হাদির ওপর হামলার প্রতিবাদে জবি ছাত্রীদের বিক্ষোভ মিছিল

হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান

এলাকার খবর
খুঁজুন