পাবনায় পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম

শিবিরের সৃজনশীল কাজ সহ্য না হওয়ায় ষড়যন্ত্র করছে একটি মহল

স্টাফ রিপোর্টার, পাবনা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৯: ১৪

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেছেন, বর্তমান প্রজন্মের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। সেই সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন নিয়েই প্রজন্মের জন্য কাজ করে যাচ্ছে ছাত্রশিবির।

শনিবার পাবনার বনমালী শিল্পকলা ইনস্টিটিউটে আয়োজিত এসএসসি, দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে শহর শিবিরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, শিবিরের সৃজনশীল কাজগুলো সহ্য করতে না পেরে একটি মহল ভয়াবহ মিথ্যা অপবাদ দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা চাই দেশটা সুখে থাকুক শান্তিতে থাকুক। সমৃদ্ধশালী দেশ গঠন হোক। দেশকে ভালোবাসার প্রমাণ বারবার দিয়েছে শিবির।

স্বৈরাচারের জুলুম নির্যাতনের এমনো সময় গেছে আমরা প্রকাশ্যে অনুষ্ঠান না করতে পেরে জিপিএ-৫ শিক্ষার্থীদের বাসায় গিয়ে উপহার পৌঁছে দিয়েছি। আমরা ভালো কাজ করব, খারাপ কাজ করতে দেব না। দুর্নীতি করব না, দুর্নীতি কাউকে করতেও দেব না।

Amardesh_Sirajul.

মেধাবীদের উদ্দেশে তিনি বলেন, তাদের ঘাড়ের ওপর প্রত্যাশার ভার অনেক বেশি। গতানুগতিক পরিবেশে গা ভাসিয়ে দিলে তুমিও আস্তাকুঁড়ে নিপতিত হবে।

কয়েকজন শিক্ষার্থী বলেন, শিবিরের আয়োজনে আজকের প্রাণবন্ত অনুষ্ঠানটি আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

পাবনা শহর শিবিরের সভাপতি গোলাম রহমান জয়ের সভাপতিত্বে ও শহর শিবিরের সেক্রেটারি এসএম হাবিবুল্লাহর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। শেষে ক্রেস্ট ও শিবিরের প্রকাশনা সামগ্রী দেওয়া হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত