স্টাফ রিপোর্টার, পাবনা
কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে শান্তি ও ন্যায়বিচারের জন্য আমাদের মানুষের পাশে থাকতে হবে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে। আর এ জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। কেননা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। গতকাল শুক্রবার পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ এই সহকারী বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসন মানুষ দেখেছে। তখন দেশজুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই দুঃসহ স্মৃতি মানুষ এখনো ভুলতে পারেনি। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে যে নেতিবাচক মনোভাব রয়েছে তা কাটিয়ে তুলতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত দিন আমাদের ওপর যে অত্যাচার হয়েছে তা যেন আর ফিরে না আসে। বিএনপি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের পরিচালনায় পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে শান্তি ও ন্যায়বিচারের জন্য আমাদের মানুষের পাশে থাকতে হবে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে। আর এ জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। কেননা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। গতকাল শুক্রবার পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ এই সহকারী বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসন মানুষ দেখেছে। তখন দেশজুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই দুঃসহ স্মৃতি মানুষ এখনো ভুলতে পারেনি। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে যে নেতিবাচক মনোভাব রয়েছে তা কাটিয়ে তুলতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত দিন আমাদের ওপর যে অত্যাচার হয়েছে তা যেন আর ফিরে না আসে। বিএনপি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব।
সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের পরিচালনায় পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
শনিবার বিকালে সুনামগঞ্জের শ্বশুরবাড়ি থেকে তিনি রওনা হন ঢাকার রায়েরবাগের নিজ বাড়ির উদ্দেশে। পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে ঘাতক ট্রাকটি তাকে ধাক্কা দেয়।
২ ঘণ্টা আগেনওগাঁর ধামইরহাট উপজেলায় চাঁদাবাজ, দুর্নীতি ও মাদকের ভয়বহতা বৃদ্ধিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে থেকে সর্বস্তরের সংগ্রামী ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
২ ঘণ্টা আগেনরসিংদীর জিনারদীতে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার পলাশ উপজেলার জিনারদী ও পাঁচদোনা এলাকাবাসীর আয়োজনে জিনারদী রেলস্টেশনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।
২ ঘণ্টা আগেসারা দেশে মব জাস্টিস, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে শনিবার (১২ জুলাই) বিকালে ফরিদগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদল এক বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর এলাকার বাজার মোড়ে এক পথসভায় মিলিত হন।
২ ঘণ্টা আগে