সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শুক্রবার দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় নৌকা ঘাট এলাকা থেকে এসব চাল জব্দ করা হয়।
চালের বস্তায় লিখিত ছাপ এবং চালের পরিমাণ থেকে অনুমান করা যায় এ চালগুলো সরকারি ভর্তুকি মূল্যে দেয়া চাল, কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশে পরিবহণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার ৩৫ বস্তার প্রতিটিতে ৩০ কেজি করে চাল ছিল। যার পরিমাণ ১ হাজার ৫০ কেজি চাল। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যায়নি।
বর্তমানে জব্দ চালগুলো সৌদিয়া চাঁদপুরের ইউনিয়ন ইউপি সদস্য জনাব মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে।
পরবর্তীতে আদালতের নির্দেশ উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে।

