যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মামলায় মূল আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বগুড়া
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১৩: ৩০
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ১৩: ৩৯

বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত সোয়া ১২টার দিকে জেলার শেরপুর উপজেলার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি জামিল হোসেন (৪৪) জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে জেলার কাহালু উপজেলার মাগুড়া এলাকায় হুইল বরশি দিয়ে পুকুরে মাছ শিকারের সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে এক দল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের ছেলে।

এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে যুবদল নেতা রাহুল সরকার লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ শিকার করছিল। এসময় ৮-১০ জনের এক দল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে পাশের বাড়িতে আশ্রয় নিলে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে করে ঘটনাস্থলেই প্রাণ হারান রাহুল সরকার।

বগুড়া জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলেন, হত্যাকাণ্ডে জড়িত আসামি জামিল হোসেন হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপনে যাবার পরিকল্পনা করছিল। জেলা ত্যাগ করার গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম শেরপুরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। বাকি জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত